পরপর তিনদিন অনুষ্ঠিত হলো না ১ম বিভাগ ক্রিকেট লিগের খেলা

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:২৫ পূর্বাহ্ণ

সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে পরপর তৃতীয় দিনের মতো খেলা পরিত্যক্ত হয়েছে। সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে গতকাল বুধবার ছিল শতাব্দী গোষ্ঠী এবং নিমতলা লায়ন্স ক্লাবের খেলা। পিচ ভেজা থাকার কারণে গতকাল এই খেলা অনুষ্ঠিত হয়নি। এর আগের দু’দিনও একই কারণে উল্লাস ক্লাবসিটি কর্পোরেশন একাদশ গ্রিন এবং ইয়ং স্টার ব্লুজবার্ডস স্পোর্টিং ক্লাবের খেলা অনুষ্ঠিত খেলা পরিত্যক্ত হয়েছে। এ নিয়ে এবারের লিগে এ পর্যন্ত মোট ৭টি খেলা পরিত্যক্ত হয়েছে। সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর জানিয়েছেন ঝড় বৃষ্টির কারণে

সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠের পিচ ঢাকার কাভারটি উড়ে যায়। এতে করে বৃষ্টিতে ভিজে যায় পিচ। যথেষ্ট রোদের অভাবে পিচ আর শুকায়নি। ফলে খেলাও অনুষ্ঠিত হতে পারেনি। পিচ ঢাকার এ দুর্বল প্রতিরোধ ব্যবস্থার কারণে পিচ খেলার অনুপযুক্ত থাকছে। ভুগতে হচ্ছে দলগুলোকেও। গতকাল শতাব্দী গোষ্ঠী এবং নিমতলা লায়ন্স ক্লাবের খেলা না হওয়ায় দু’দলই ১টি করে পয়েন্ট পয়েন্ট অর্জন করেছে। এতে করে ৭ খেলা শেষে শতাব্দী গোষ্ঠীর হয়েছে ১৪। অন্যদিকে নিমতলা লায়ন্স ক্লাবের পয়েন্ট ২।

আজকের খেলা: কোয়ালিটি স্পোর্টস বনাম ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধচার বিভাগীয় দলের লড়াই কাল শুরু
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের দিকে তাকিয়ে দলে রাখা হলো লিটনকে