বিশ্বকাপের দিকে তাকিয়ে দলে রাখা হলো লিটনকে

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:২৫ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের তিনটি শেষ হয়েছে। আর সে তিন ম্যাচেই জিতে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। পরের দুই ম্যাচের জন্য ঘোষিত দলে টিকে গেছেন লিটন কুমার দাস। চলতি সিরিজের তিন ম্যাচে মোট ৩৬ রান করতে পেরেছেন লিটন। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। তিন ম্যাচে এই ৩৬ রান করতে খেলেছেন ৪৩ বল। তবু শেষ দুই ম্যাচের স্কোয়াডে টিকে গেছেন এই ওপেনার। শুধু রানের খরাই নয়, বেশ কয়েকটি ম্যাচে তার আউট হওয়ার ধরনও চোখে লেগেছে বাজেভাবে। তারপরও বিশ্বকাপের দুয়ারে দাঁড়িয়ে তাকে দূরে সরিয়ে দেওয়াও যৌক্তিক মনে করছেন না নির্বাচকরা। প্রধান নির্বাচক বলেন লিটন কুমার দাসকে নিয়ে কাজ করা হবে। সে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কারণ এই উইকেটরক্ষকব্যাটসম্যানের দায়িত্বটা সহজ নয়। আমরা চাই যে, যত দ্রুত সম্ভব সে যেন ফিরে আসতে পারে। তাহলে আমাদের জন্য অনেক সুবিধা। যদিও অভিজ্ঞতার সঙ্গে তার বর্তমান ছন্দ একই রেখায় যাচ্ছে না। যেটা অবশ্যই চিন্তিত হওয়ার একটা কারণ। সেখান থেকে যত দ্রুত সম্ভব তাকে ছন্দে ফেরত আনা যায়, সেজন্য এই ম্যাচগুলোতে একাদশে না রাখলেও তাকে নিয়ে নিবিড়ভাবে কাজ করা হবে। চট্টগ্রামে যেভাবে সৌম্য সরকারকে নিয়ে কাজ করা হয়েছে। তার ফিটনেস ও ব্যাটিং নিয়ে কাজ করবে আমাদের কোচিং স্টাফ।

লিটনকে দলে রাখতে গিয়ে কপাল পুড়েছে পারভেজ হোসেনের। কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন তরুণ বাঁহাতি ওপেনার। নির্বাচক আব্দুর রাজ্জাক অবশ্য বলেছেন, সৌম্য সরকার ফেরায় জায়গা হারিয়েছেন পারভেজ। প্রধান নির্বাচক গাজী আশরাফও অনেকটাই নিশ্চিত করে দিলেন, শেষ দুই ম্যাচের একাদশে লিটনের জায়গায় খেলবেন পায়ের ইনজুরি কাটিয়ে ফেরা সৌম্য। আর লিটনকে নিয়ে আলাদাভাবে কাজ করবেন কোচিং স্টাফের সদস্যরা। আমাদের কোচিং স্টাফ যেন নিবিড়ভাবে কাজ করতে পারে, এ কারণেই তাকে দলের সঙ্গে রেখে দেওয়া। তাকে হয়তো আমরা ছেড়ে দিতে পারতাম। কিন্তু এককভাবে তো কিছু করা সম্ভব নয়। তার যে বিশ্রাম দরকার তেমনও না। প্রিমিয়ার লিগের সময়তো বিরতি পেয়েছে। তবে ম্যাচ খেলা থেকে বিরতি পেতেও পারে সৌম্য সরকার আসায়। অন্তত তার উন্নতি নিয়ে যতটা সম্ভব কাজ করা হবে।টিটোয়েন্টি বিশ্বকাপের দল জমা দেওয়ার শেষ সময় ছিল গত ১ মে। সময়মতোই আইসিসির কাছে বিশ্বকাপ স্কোয়াড জমা দিয়েছে বিসিবি। তবে সেটি প্রকাশ করেনি বোর্ড। ২৫ মে পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ আছে কোনো কারণ দেখানো ছাড়াই। তাই জিম্বাবুয়ে সিরিজ শেষে একেবারেই চূড়ান্তভাবে ঘোষণা করা হবে দল। সেই দলে লিটনের থাকাটাই অনুমেয়। এজন্যই তাকে ছন্দে ফেরানোর বাড়তি চেষ্টা করা হচ্ছে বলে ধারনা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপরপর তিনদিন অনুষ্ঠিত হলো না ১ম বিভাগ ক্রিকেট লিগের খেলা
পরবর্তী নিবন্ধর‌্যাংকিংয়ে হৃদয়-রিয়াদের উন্নতি