চার বিভাগীয় দলের লড়াই কাল শুরু

জাতীয় টি-২০ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট

| বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের উদ্যোগে ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি)’র ব্যবস্থাপনায় আগামীকাল ১০ মে থেকে শহীদ শেখ আবু নাসের জাতীয় টি২০ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টের ২য় আসর সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হচ্ছে। টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ মে। শহীদ শেখ আবু নাসেরের নামকরণের আসরটিতে জেল হত্যায় শহীদ জাতীয় ৪ নেতার নামে ৪টি বিভাগীয় দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো, শহীদ সৈয়দ নজরুল ইসলামচট্টগ্রাম, শহীদ তাজউদ্দিন আহমদঢাকা, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীখুলনা ও শহীদ এএইচএম কামরুজ্জামানরাজশাহী বিভাগীয় দল। কাল সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে ঢাকা ও রাজশাহী মুখোমুখি হবে। ১২ মে ২টি সেমি ফাইনাল ও ১৩ মে ফাইনাল খেলার মাধ্যমে উক্ত টুর্নামেন্টর সমাপ্তি ঘটবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উদ্বোধক থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি থাকবেন বিবিসিসি’র চেয়ারম্যান লায়ন হুমায়ুন কবির চৌধুরী। টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল এম এ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিবিসিসি সিনিয়র সহসভাপতি দিদারুল আলম চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি জানান, ৪ দিনের টুর্নামেন্ট শেষে খেলোয়াড়দের পারফর্মেন্স বিবেচনা করে ১৪ মে ইনডোর স্টেডিয়ামে পুনরায় বাছাইয়ের মাধ্যমে ২২ জনের স্কোয়াড গঠন করা হবে। পরবর্তীতে এই ২২ জনকে ২ দফায় ১ মাসের প্রশিক্ষণ দিয়ে ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। যারা আগামী নভেম্বরে পাকিস্তানে ৪র্থ টি২০ ব্লাইন্ড বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ৫ লক্ষ টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক, মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় দলের চেয়ারম্যান এস এম জমির উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, কামাল আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র পরিচালক ইফরান চৌধুরী, মুক্তিযোদ্ধা ক্রিকেট কমিটি যুগ্ম সম্পাদক মো. এহসানুল হক চৌধুরী ইমাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
পরবর্তী নিবন্ধপরপর তিনদিন অনুষ্ঠিত হলো না ১ম বিভাগ ক্রিকেট লিগের খেলা