ফ্লাইওভারে দুর্ঘটনা

| শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

ফ্লাইওভারগুলো চালুর পর থেকে সঠিক রক্ষণাবেক্ষণ না থাকায় প্রতিনিয়ত ঘটছে একের পর এক দুর্ঘটনা। ঘটছে প্রাণহানি রোজ কেড়ে নিচ্ছে কারও না কারও প্রাণ। এ ব্যাপারে প্রতিটা ফ্লাইওভার এ ডিভাইডার দেয়া অত্যন্ত জরুরি। তা না হলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাবে। একটি আধুনিক ও নিরাপদ ফ্লাইওভারের জন্য দক্ষ ট্রাফিক ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং ট্রাফিক আইন অমান্যকারীদের যথাযথ আইনের আওতায় আনা জরুরি।
নজরুল ইসলাম অপু, বহদ্দার বাড়ী, বহদ্দারহাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধনির্মল বায়ুতে নিঃশ্বাস নিতে চায় নগরবাসী
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ জাম্বুরি পার্কে ইবাদতখানা নির্মাণ প্রসঙ্গে