ফসলি জমি থেকে মাটি সংগ্রহ, ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:২৩ পূর্বাহ্ণ

চন্দনাইশে নির্ধারিত শর্ত লঙ্ঘন করে ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করায় মেসার্স খাজা ব্রিকস নামে একটি ভাটার স্বত্বাধিকারীকে নগদ ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার হাশিমপুর খান বটতল এলাকাস্থ উক্ত ভাটায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, গতকাল মঙ্গলবার দুপুরে খাজা ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ইট ভাটা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত শর্ত লঙ্ঘন করে ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় মের্সাস খাজা ব্রিকসের স্বত্বাধিকারী মোহাম্মদ সোলায়মানকে (৫৬) ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধ জয়ের হাসি
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ২৯ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ৩