প্রেম-প্রীতি-ভালোবাসা

সাহাদাত হোসাইন সাহেদ | শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

মৃত্যু চিরন্তন। জন্মিলে মরিতে হবে সে অমিয় বাণী বিধাতা প্রদত্ত। হয়ত রীতিনীতির ধুম্রজালে সজ্ঞান বোধ হারিয়ে ব্যাভিচার, পাপাচারে নিবিষ্ট হয়। ক্ষতি সাধন করি আপনজন, বন্ধু বান্ধব ও নানা জনের। দাদাগিরি রসায়নে নিজেকে নিজে মনে করি বড় লাটভাই।

 

 

ভুলে যাই ক্ষণকালের এ জগত ছেড়ে যেতে হবে পরপারে। অপাংক্তেয় হলেও সাড়ে তিন হাতের মাটির শয়ন কক্ষ যে দীর্ঘতম ঠিকানা সে কথাটি কেউ মনে রাখতে চাই না। অফুরন্ত ধনভাণ্ডার পরিবার স্বজন সবই দুদিনের। অধিক সময়ের শয়ন ঘর সাজাতে অন্তত নিয়ম নীতিতে বিশ্বস্ত থেকে যাওয়ার পথ সুপ্রশস্ত

করুন। ‘সামান্য মশার ভয়ে যদি আপনি মশারীতে ঢুকতে পারেন, তাহলে দোযকের আগুনের ভয়ে কেন পাঁচ ওয়াক্ত নামাজ ও ইবাদতকে আকরে ধরবেন না? আপনার আকিকা কী বলে? বিধাতা বড়ই মেহেরবান। তিনি দয়ার কাণ্ডারী। আসুন, আমরা সত্যকে ধারণ করি। প্রেম, প্রীতি, ভালোবাসা সবই তারই সঙ্গে।

পূর্ববর্তী নিবন্ধদেনমোহর স্ত্রীর কাছে স্বামীর ঋণ বিশেষ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু একাই ইতিহাস