মীরসরাইয়ে অজ্ঞানপার্টির একজনকে ছয় লাখ টাকাসহ গ্রেপ্তার

মীরসরাই প্রতিনিধি ম | শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪ at ৯:০৮ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন বাসে যাত্রীবেশে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়া অজ্ঞানপার্টি চক্রের এক সদস্যকে ছয় লাখ টাকা, মোবাইল ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে মীরসরাই থানা পুলিশ। ইয়াকুব আলী মাসুদ (৬৫) নামের ওই ব্যক্তি নোয়াখালীর চরজব্বার ইউনিয়নের বাসিন্দা।

মীরসরাই থানার ওসি শহিদুল ইসলাম জানান, গত বুধবার মীরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় ৬ লাখ ২৩ হাজার টাকা, একটি সুজুকি মোটর সাইকেল ও একটি সোনার তাবিজ জব্দ করা হয়।

জানা যায়, গত ১৪ মার্চ বিকেলে চট্টগ্রাম শহরস্থ গরীবউল্যাহ শাহ মাজার সংলগ্ন কাউন্টার থেকে সেন্টমার্টিন বাসে করে ঢাকা যাওয়ার পথে মো. আবুল কালাম (৫৫) নামে চট্টগ্রামের কোতোয়ালী থানার এক ব্যবসায়ী অজ্ঞানপার্টি চক্রের খপ্পরে পড়েন। মীরসরাই উপজেলার মিঠাছড়া বাজার সংলগ্ন এলাকায় এলে পাশের সিটে বসা অজ্ঞাতনামা ব্যক্তি তাকে জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সঙ্গে থাকা নগদ চব্বিশ লাখ পনের হাজার টাকার ব্যাগ এবং তার ব্যবহৃত মোবাইলটি নিয়ে যায়। এই বিষয়ে মীরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী। এর ভিত্তিতে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি চক্রের সদস্য মাসুদকে গ্রেপ্তার করা হয়। অপর অপরাধীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান মীরসরাই থানার ওসি শহিদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবলীখেলার মঞ্চ থেকে পড়ে সাংবাদিক আহত
পরবর্তী নিবন্ধড্রামের খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধের দাবি