প্রিমিয়ার ইউনিভার্সিটিতে করোনার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সশরীরে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম শুরু হয়েছে বিগত ২৪ অক্টোবর। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষার জন্য কোভিড-১৯-এর বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের অ্যাডভাইজার ডা. সেলিম আকতার চৌধুরীর সহযোগিতায় বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচির অংশ হিসেবে এই বিশেষ টিকাদান কর্মসূচি ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার সকাল ১০টায়। চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটাই প্রথম টিকাদান কর্মসূচি। প্রিমিয়ার ইউনিভার্সিটির যেসব শিক্ষার্থী টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেনি বা করতে পারেনি, তারা স্টুডেন্ট আইডি কার্ড, জাতীয় পরিচয় পত্র বা জন্মনিবন্ধন কার্ড প্রদর্শন করে বিকেল ৩টা পর্যন্ত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণ করেছে। এই বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন পাবলিক হেলথ বিভাগের অ্যাডভাইজার ডা. সেলিম আকতার চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বোরহানুল হাসান চৌধুরী, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, চসিক জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী, ইপিআই টেকনিশিয়ান মৃণাল দাশ প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। করোনার টিকা আবিস্কার ও টিকা প্রদান শুরু হওয়ার পর বাংলাদেশে তাঁর যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে টিকাদান কর্মসূচি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি হিসাব বিজ্ঞান সমিতির প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধ‘শিক্ষার্থীকে বহুমাত্রিক প্রতিভার বিকাশ ঘটাতে হবে’