‘শিক্ষার্থীকে বহুমাত্রিক প্রতিভার বিকাশ ঘটাতে হবে’

আইআইইউসির ইইই বিভাগের অনুষ্ঠান

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী বলেন, আইআইইউসির শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন নৈতিক জ্ঞানে দক্ষতা অর্জনের পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবাধ বিচরণে সক্ষম হতে হবে। একই সাথে এ দুইয়ের মাঝে সমন্বয় সাধনের যোগ্যতা অর্জন করতে হবে। ছাত্রীদের অধ্যবসায়ী মনোবৃত্তি তৈরি করে জ্ঞান অর্জন করে বহুমাত্রিক প্রতিভার বিকাশ ঘটাতে হবে।
তিনি গতকাল সোমবার আইআইইউসির ইইই বিভাগের প্রথম ব্যাচের ছাত্রীদের বিদায় এবং সপ্তম ব্যাচের নবীনবরণ উপলক্ষে আইআইইউসি ইইই ক্লাব ফিমেল চ্যাপ্টার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বক্তব্য দেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আখতার সাইয়েদ, ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সিকদার সানবিম ইসলাম, সহকারী অধ্যাপক নার্গিস আক্তার, প্রফেসর ড. মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মুহাম্মদ আতাহার উদ্দিন, ড. ইয়াসির আরাফাত, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাজমুস সাকিব, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবদুল কাদের, ইঞ্জিনিয়ার মুহাম্মদ রশিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইফতেখার আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে করোনার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু
পরবর্তী নিবন্ধশব্দ নোঙরের ইচ্ছে ছন্দে জাগুক আগামী প্রহর