প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

| বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৫:২৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পিইউসি রোবটিঙ ক্লাবের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে গতকাল বুধবার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ছিল ডিজিটাল বাংলাদেশ অলিম্পিয়াড। এতে অংশগ্রহণ করে বিভাগের ১২০ জন শিক্ষার্থী। দ্বিতীয় অংশে ছিল বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং শীর্ষক সেমিনার। এতে প্রধান আলোচক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মেহেদী হাসান চৌধুরী। এরপর শুরু হয় জনপ্রিয় ও আকর্ষণীয় ইভেন্ট রোবো স্প্রিন্ট। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ছোট্ট রোবোটিক কার নির্দিষ্ট কালো রেখা অনুযায়ী একটি পথ পরিক্রম করার চেষ্টা করে প্রতিযোগিতায়। বিভাগের ২৪ টি দল অংশগ্রহণ করে যার মধ্যে চ্যাম্পিয়ন হয় ডেল্টা-০৯, প্রথম রানার্স আপ হয় আল্টিমেশন-৮ডি ও দ্বিতীয় রানার্স আপ হয় নো লজিক। শেষ আয়োজন ছিল রোবট ফুটবল প্রতিযোগিতা। এতে ১২ টি দল অংশগ্রহণ করে। তাদের মধ্যে চ্যাম্পিয়ন হয় অপ্টিমাস প্রাইম, প্রথম রানার্স আপ হয় টিম ফিউরিয়াস ও দ্বিতীয় রানার্স আপ হয় টিম ইউনিভার্সাল। ডিজিটাল বাংলাদেশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দিগন্ত দত্ত, প্রথম রানার্স হয় প্রান্ত দত্ত ও দ্বিতীয় রানার্স আপ হয় তারেক হোসাইন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বোরহানুল হাসান চৌধুরী, প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক এবং প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ। সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক। বিভাগের প্রভাষক আসিফ মোহাম্মদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাইফুদ্দীন মুন্না, রাহুল চৌধুরী ও উচ্ছ্বাস দেবনাথ। উপস্থিত ছিলেন তানিয়া নুর, একরামুল হক, হেলাল উদ্দিন, শরিত ধর, কল্লোল দে, সৌমেন দত্ত, এম এ হাফিজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএরশাদের সোনালী ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে
পরবর্তী নিবন্ধএকটি সুশিক্ষিত জাতিই পারে উন্নত দেশ গড়তে