পুলিশের অতিথি তারা

| রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সমপ্রীতি’ প্রতিপাদ্য নিয়ে গতকাল ৩০ অক্টোবর পালন করা হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে রাজধানীর পুলিশ প্লাজায় আয়োজন করা হয় অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি, বিশেষ অতিথি ছিলেন এ কে এম রহমত উল্লাহ এমপি। তাছাড়া একই অনুষ্ঠানে অতিথি হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল ৩০ অক্টোবর গুলশানের পুলিশ প্লাজায় কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে পলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১৬ সাল থেকে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ মতবাদ অনুসরণ করে ব্যাপকভাবে কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশ পুলিশ। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং-এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আটটি অপরাধ বিভাগে পৃথক কর্মসূচি পালনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘বাধাই দো’র মুক্তির তারিখ জানালেন রাজকুমার
পরবর্তী নিবন্ধ‘জামদানি’র শুটিং শুরু