পাহাড়ের জনগোষ্ঠীর উন্নয়নে সরকার আন্তরিক

উন্নয়ন কাজের উদ্বোধনকালে পার্বত্য মন্ত্রী

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ২২ জানুয়ারি, ২০২৩ at ৮:৫১ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকার আন্তরিক। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব। পাহাড়ের জনগোষ্ঠীর উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি এবং পর্যটন শিল্পের বিকাশে নানামুখী উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। গতকাল শনিবার বান্দরবানের রাজবিলায় উন্নয়ন কাজের উদ্বোধনকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উসৈসিং এমপি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরোজ,প্রকৌশলী ইয়াসির আরাফাত, প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, প্রকৌশলী জিয়াউর রহমান, চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা প্রমুখ। উদ্বোধন করা উন্নয়ন কাজগুলো হচ্ছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অর্থায়নে ১ কোটি টাকা ব্যায়ে আরসিসি গার্ডার ব্রীজ, পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের পাকা ভবন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৮ কোটি টাকার ব্যয়ে বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও অত্যাধুনিক কৃষিযন্ত্র বিতরণ।

পূর্ববর্তী নিবন্ধদেশে এখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেশনজট নেই
পরবর্তী নিবন্ধশিক্ষা ছাড়া ব্যক্তির চিন্তা শক্তির উন্মেষ ঘটে না