শিক্ষা ছাড়া ব্যক্তির চিন্তা শক্তির উন্মেষ ঘটে না

বরকল আবদুল হাই আনোয়ারা বেগম স্কুলের পুরস্কার বিতরণে মেয়র

| রবিবার , ২২ জানুয়ারি, ২০২৩ at ৮:৫২ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মনুষ্যত্বের পরিপূর্ণতা সাধনে, ব্যক্তির সর্বতোমুখী বিকাশে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা ছাড়া ব্যক্তির চিন্তা শক্তি, মুক্তবুদ্ধি ও যৌক্তিক আচরণের উন্মেষ ঘটে না।

গতকাল শনিবার চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের আবদুল হাই আনোয়ারা বেগম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল ওয়াহেদ মাহফুজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম, অতিরিক্ত জেলা দায়রা জজ সাব্বির আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমদ, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জাব্বার চৌধুরী, স্কুল প্রতিষ্ঠাতাদরে অন্যতম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবদুস শহিদ মাসুদ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস, ফেরদৌস ইসলাম খান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মনজুর আলম শাহিন, এড. জিনাত সোহানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবির প্রমুখ। চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম বলেন, বরকল বরমা একটি ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকায় মাওলানা মনিরুজ্জামান ইসলামাদী, যাত্রা মোহন সেন, ব্যরিস্টার যতীন্দ্র মোহন সেনের মত মণীষীদের জন্ম স্থান। তিনি স্কুলের ছাত্রীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশেবিদেশে ও কর্মক্ষেত্রে যোগ্যতার পরিচয় প্রদানের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও এস.এস.সি পরীক্ষায় জিপিএ৫ প্রাপ্ত ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ের জনগোষ্ঠীর উন্নয়নে সরকার আন্তরিক
পরবর্তী নিবন্ধসফল হতে হলে কাজের সাথে লেগে থাকতে হবে