পরিবেশ রক্ষায় সচেতন হওয়া প্রয়োজন

| রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:০৭ পূর্বাহ্ণ

আমরা যখন ঘরে বসবাস করি তখন ময়লা আবর্জনা একটা নির্দিষ্ট স্থানে রেখে ঘরটাকে পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করি। কিন্তু বাইরে গেলে যত্রতত্র ময়লা ফেলতে দ্বিধাবোধ করি না। চলার পথে কিংবা কোথাও গল্প গুজব করে খাবার খেয়ে সেগুলোর উচ্ছিষ্ট, কাগজের ঠোঙা, কলার খোসা, চিপসের প্যাকেট রাস্তা ঘাটে অথবা নালায় ফেলে দিই। এটা যেন আমাদের এক প্রকার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা নালাকেই সব সময় ডাস্টবিন মনে করি। নালা নর্দমা হচ্ছে পয়ঃপ্রণালী নিষ্কাশন ব্যবস্থার পথ। দেখা গেছে রাস্তার আশেপাশে দোকান সমূহ দোকান ঘর ঝাড়ু দিয়ে ধুলাবালি কাগজ পলিথিন সব ময়লা নালাতেই ফেলে দিচ্ছে। বাসাবাড়ির অনেকে সবজি মাছ মাংসের পরিত্যক্ত অংশ পলিথিন ভরে বড় নালাতে ঝপাৎ করে ফেলছে। এসব ময়লা আবর্জনা পচে নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। পাশাপাশি পরিবেশ দুষিত হয়ে জনস্বাস্থ্যের জন্যেও হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আমাদের এ অভ্যাস বদলাতে হবে। একটু সচেতন হলে ময়লা আবর্জনা নালায় না ফেলে ডাস্টবিনে রাখতে পারি।

বিদেশে সিবিচ এলাকা পরিচ্ছন্ন রাখতে তারা সচেষ্ট থাকে। কিন্তু আমাদের দেশের সিবিচ এলাকাগুলো আবর্জনায় ভরপুর থাকে। এটা হচ্ছে আমাদের সৌন্দর্য জ্ঞানের অভাব, অসচেতনতার ফল। কারণ পরিবেশ ধ্বংস হলে মানবজাতির অস্তিত্বকেই বিপন্ন করে দেবে। আমাদের অস্তিত্বের জন্যই পরিবেশ দুষণ রোধে সকলকে এগিয়ে আসতে হবে।

সুকান্ত দেবনাথ

নাসিরাবাদ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্র সৈকতে রেলগাড়ি
পরবর্তী নিবন্ধবাংলাদেশের নারীর এগিয়ে চলা