পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই

আনোয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচি

| মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন ও প্রিয় বাংলাদেশ সংগঠনের ব্যবস্থাপনায় আনোয়ারা হেটিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ, শিক্ষাসামগ্রী ও টিফিন বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহেদুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী। উদ্বোধক ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন জাহেদুল করিম বাপ্পী। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই । জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে বাঁচাতে বৃক্ষরোপণের প্রয়োজন অনস্বীকার্য।

এতে উপস্থিত ছিলেন সুলতানা আরশাদ, খতিজা বেগম, কানিজ ফাতেমা, প্রিয়তোষ দাশ, জিয়াউল হক আল মালেকী, ফরহাদ রেজা, জাহেদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘হোম ইন দ্য ওর্য়াল্ড’ : অমর্ত্য সেনের আত্মকথা ও বিশ্ববীক্ষা
পরবর্তী নিবন্ধভূগোলের গোল