পটিয়া ও ফটিকছড়িতে শীতবস্ত্র বিতরণ

| সোমবার , ২৮ নভেম্বর, ২০২২ at ৮:১১ পূর্বাহ্ণ

পটিয়া সৎসঙ্গ : সৎসঙ্গের শীতবস্ত্র বিতরণ গত শুক্রবার পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের দক্ষিণ চাটরা গ্রামে রমেশ-ফণীন্দ্র স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি সাংবাদিক স্বপন কুমার মল্লিক। মুখ্য আলোচক ছিলেন চন্দন ভট্টাচার্য। টিপু মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন দেবাশীষ কান্তি বিশ্বাস, প্রকৌশলী রাহুল নন্দী, সুব্রত হাওলাদার। বক্তব্য রাখেন প্রণব ঘোষ, রুপক মল্লিক, রতন মল্লিক ও দৈনিক আজাদীর বিজ্ঞাপন ব্যবস্থাপক ম্যাক্সিম গোর্কী শীল (টিপু)। শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আলোচক বৃন্দ।
গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখা : ফটিকছড়ির হাইদচকিয়া মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) স্মরণে গত ২৬ নভেম্বর অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্যের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী ট্রাস্টের সাংগঠনিক সমন্বয়ক মো. মেজবাহ উদ্দিন, আহসান উল্লাহ চৌধুরী বিভন, মো. সায়েক উদ্দিন চৌধুরী টিপু, মোহাম্মদ মিয়া কোম্পানী, মাস্টার কবির আহমদ, খোরশেদ মাস্টার, মো. দেলোয়ার। উপস্থিত ছিলেন রুবেল শীল, কৃষ্ণ বৈদ্য, মানিক বড়ুয়া, প্রবোদ পাল, রনা শীল, কুমার রতন, সুমন পাল, ঝুমুর সর্দার, সোনারাম আচার্য্য, মনোয়ারা বেগম, ডা. বরুণ কুমার আচার্য, অর্চনা আচার্য, তুর্ণা আচার্য প্রমুখ। অনুষ্ঠানে ৭০ জনকে শীতবস্ত্র বিতরণ ও ৫০ জনকে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল আজ
পরবর্তী নিবন্ধরাউজানে রাবার বাগান থেকে অস্ত্রসহ গ্রেপ্তার যুবকের ১৭ বছর কারাদণ্ড