নেপালের মতো ভুটান থেকেও বিদ্যুৎ আনতে চায় ঢাকা

| মঙ্গলবার , ২৬ মার্চ, ২০২৪ at ৫:৪১ পূর্বাহ্ণ

ত্রিপক্ষীয় ব্যবস্থাপনায় নেপালের মত ভুটান থেকেও জলবিদ্যুৎ আমদানির বিষয়ে দেশটির রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে সফররত রাজার সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনার কথা মন্ত্রী নিজেই জানিয়েছেন।

বৈঠকের পর হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়টি আলোচনা হয়েছে, ভারত এ ক্ষেত্রে সহায়তা করবে। আমরা আলাপআলোচনা চালিয়ে যাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধগাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
পরবর্তী নিবন্ধঅর্থনৈতিক অঞ্চল করবে ভুটান, বার্ন ইউনিট করে দেবে বাংলাদেশ