নারায়ণ রক্ষিতের ব্যাংকে আছে ২০ হাজার টাকা নগদ ৯৫ হাজার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নারায়ণ রক্ষিত গত ১৫ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র জমাদানের সময় নিজের ব্যক্তিগত তথ্যাদি সম্বলিত হলফনামাও জমা দিয়েছেন। হলফনামায় তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন এইচএসসি। তার হলফনামায় দেখে গেছে, তার বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে একটি মামলা চলমান আছে।
ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার ৪ লাখ ২০ হাজার টাকা বার্ষিক আয় দেখানো হলেও কি ব্যবসা প্রতিষ্ঠান আছে তা হলফনামায় উল্লেখ করেননি তিনি। হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার কাছে নগদ ৯৫ হাজার টাকা আছে এবং ব্যাংকে জমা আছে ২০ হাজার টাকা। ঘরে একটি টিভি, একটি ফ্রিজ এবং ৫০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে বাসা। হলফনামায় তার স্থাবর সম্পত্তির মধ্যে ২ কানি জমি এবং ১টি পুকুর রয়েছে। তার স্ত্রীর নামে ২০ ভরি স্বর্ণ রয়েছে।
চেয়ারম্যান প্রার্থী নারায়ণ রক্ষিতের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামে।

পূর্ববর্তী নিবন্ধফয়েজুল দম্পতির আছে ১শ ভরি স্বর্ণ
পরবর্তী নিবন্ধখসড়া মাস্টারপ্ল্যান প্রস্তুত