নববর্ষ

অমিত বড়ুয়া | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

এলো আজ বৈশাখ
এলো নববর্ষ
চারিদিকে হইচই
চারিদিকে হর্ষ।

সূর্যটা ঝলমলে
সকালটা ফর্সা
নেই কোনও মেঘমালা
নেই কোনও বর্ষা।

দুপুরের রোদ যেন
আগুনের হলকা
বৈশাখী ঝড় আসে
কোথা থেকে পল্‌কা?

আম পড়ে ধুপ ধাপ
ডাল ওড়ে শূন্যে
বাংলায় জম্মেছি
জানি কত পুণ্যে!

আয় আয় বৈশাখ
ধরণীটা কাঁপিয়ে
ঝরে পড়া আম নিতে
কারা পড়ে ঝাঁপিয়ে?

আচমকা মেঘ এসে
ছায়া দিলে টাঙিয়ে
জমে ওঠে মেলা খেলা
চারপাশ রাঙিয়ে।

পূর্ববর্তী নিবন্ধএসো বৈশাখ
পরবর্তী নিবন্ধআইলো বোশেখ