এসো বৈশাখ

কেশব জিপসী | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

বছর এলে পঞ্জিকাটা পাল্টে যাবে,
মনের কোনে নতুন আশা ফুল ফোটাবে।
পাতায় পাতায় সনটা নতুন লেখা শুরু,
কাটবে কেমন শংকাতে বুক দুরু-দুরু।

মঙ্গলময় শোভাযাত্রা নামবে পথে,
মিলবে সবাই আনন্দেতে সামিল হতে।
খুলবে নতুন হালখাতা এক লালচে রঙে
উঠবে সেজে ঘর বিপনি হরেক ঢঙে।

নতুন শাড়ি চুড়ি টিপে ছড়ায় আলো,
নকশা বোনা পাঞ্জাবি ও লাগে ভালো।
সুখ নদীতে ভাসবে সবাই করবে আশা,
উতল হয়ে মন জানাবে ভালোবাসা।

সব অহংকার, সব ভেদাভেদ গিয়ে ভুলে,
নতুন দিনে মিশবে সবাই পরাণ খুলে।
নববর্ষই বাঙালিকে ঐক্যে বাঁধে,’
‘এসো বৈশাখ’ গানটি গেয়ে খুব আহ্লাদে।

পূর্ববর্তী নিবন্ধকালবোশেখি
পরবর্তী নিবন্ধনববর্ষ