আইলো বোশেখ

সুবর্ণা দাশ মুনমুন | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

আইলো বোশেখ মৌনি তাপস রোদ খাঁ খাঁ মাঠে
কাল বোশেখির রূপে নামিস নিদেনতলার হাটে।

জল তিয়াসায় চাতকটা হায় মাঙ্গছে মেঘের জল
বোশেখরে তুই বৃষ্টি হয়ে ঝরিস অবিরল।

বোশেখ আসিস কোচড় ভরা আম কুড়োনোর দিনে
বাংলা মায়ের মায়ায় ঢাকা স্নেহের হাসি চিনে।

সঙ্গে আনিস পান্তা ইলিশ,সানকি ভরা খই
ছায়ানটের বটের ছায়ায় পাতায় প্রাণের সই।

মঙ্গল ঢাক বাজিয়ে করিস দুঃখ, জ্বরা দূর
সব বাঙালির প্রাণে বাঁধিস এক মিলনের সুর।

মন খারাপের মেঘটা তাড়াস বুনো ঝড়ের সাথে
রুপোর জ্যোৎস্না দিস বিছিয়ে রাতের পূর্ণিমাতে

দেবদারু আর কণকচুঁড়া কিংবা পলকজুঁই
স্বর্ণচাঁপার গন্ধ মেখে বোশেখ তোরে ছুঁই।

পূর্ববর্তী নিবন্ধনববর্ষ
পরবর্তী নিবন্ধএকটি নতুন বছর এলো