চবিতে ভর্তিতে লাগবে ডোপ টেস্ট

| মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৭:৫০ পূর্বাহ্ণ

মাদক গ্রহণ করে এমন কোনো আভাস পাওয়া গেলে ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি হতে পারবেন না কোনো শিক্ষার্থী। চলতি বছর থেকেই চূড়ান্ত ভর্তির আগে ডোপ টেস্ট বা ড্রাগ টেস্ট করানো হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। খবর বিডিনিউজের।

গত রোববার ভর্তি পরীক্ষা বিষয়ক ডিনস কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। তিনি বলেন, চলতি বছরেই ২০২৩২০২৪ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তির আগে ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র মাদক সেবনের দিকে ঝুঁকে পড়ছে শোনা যাচ্ছে, তাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ঠিক রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা এই টেস্ট করবেন বলে জানান তিনি।

প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফরম পূরণের আগেও ডোপ টেস্ট করানোর পরিকল্পনা রয়েছে বলে জানান প্রক্টর মো. অহিদুল আলম। তবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধপথে আটকা ৮-১০টি ট্রেন
পরবর্তী নিবন্ধকালবৈশাখীতে গ্রামেগঞ্জে ব্যাপক ক্ষতি