দেশে ফিরে সাকিব বললেন ছন্দে ফেরাটা সহজ হবে না

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

লম্বা বিরতির পর ক্রিকেটে ছন্দ ফিরে পাওয়া কতটা কঠিন সেটা দেখা গেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। আন্তর্জাতিক ক্রিকেটেতো কাজটি আরো কঠিন। আর সে বাস্তবতাটা ভালই বুঝেন সাকিব আল হাসান। তবে নিজের সেরা ফর্মে ফেরার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানালেন এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্র থেকে গতকাল দেশে ফিরেছেন সাকিব। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের আগে শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে ফিরেছেন সাকিব। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফিরলেও খুব একটা সুখকর হয়নি ফেরাটা। টুর্নামেন্টে ৯ ম্যাচে করেছেন ১১০ রান। বল হাতে উইকেট ছিল মোটে ৬টি। দীর্ঘ বিরতির পর নিজেকে খুঁজে পেতে সময় লাগাটা অস্বাভাবিক নয়। তবে সাকিব বলেই প্রত্যাশা সবসময় বেশি। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার কাছে দলের চাওয়াটা অনেক বেশি। আর সাকিব নিজেও প্রত্যাশার সেই পরিধির কথা জানেন। দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, চেষ্টা করবেন আশা পূরণ করতে। তিনি বলেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। তবে সবই বোঝা যাবে যখন খেলাটা শুরু হবে। অবশ্যই ফেরাটা সহজ হবে না আমার জন্য। তবে আমি নিজের জায়গা থেকে অবশ্যই চেষ্টা করব। নিজের পারফরম্যান্স নিয়ে সংশয় থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের সাফল্য না পাওয়ার কারণ দেখছেন না সাকিব। কোভিডের শঙ্কা ও ব্যক্তিগত কারণ মিলিয়ে ক্যারিবিয়ানদের নিয়মিত ১২ ক্রিকেটার আসছেন না বাংলাদেশ সফরে। নিজেদের জয়টা তাই অপরিহার্য মনে করছেন সাকিব। যে দল নিয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজ, আমার কাছে মনে হয় আমরা যদি ভালো করতে না পারি, আমাদের জন্য হতাশাজনক হবে। সে জায়গা থেকে আমি আশাবাদী যে আমাদের ভালো করা উচিত। তিনি বলেন তাদেরকে ধন্যবাদ জানাতে হবে কারণ তাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে পারছে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধঈছা দুলাল ও দেলোয়ার স্মৃতি ক্রিকেটে আগ্রাবাদ ওয়ারিয়র্স সেমিফাইনালে
পরবর্তী নিবন্ধবাইডেনের জয় ঠেকাতে শেষ চেষ্টা রিপাবলিকানদের