বাইডেনের জয় ঠেকাতে শেষ চেষ্টা রিপাবলিকানদের

| সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় ঠেকাতে সব উদ্যোগ বিফলে যাওয়ার পর সর্বশেষ চেষ্টা শুরু করেছেন রিপাবলিকান দলের নেতারা। নির্বাচনে ভোট জালিয়াতির তদন্ত না হলে জো বাইডেনের জয়ের পক্ষে ভোট দেবেন না বলে জানিয়েছেন একদল রিপাবলিকান সিনেটর। বর্ষীয়ান রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের নেতৃত্বে ১১ জন সিনেটর ও নবনির্বাচিত সিনেটর অভিযোগ খতিয়ে দেখার জন্য ১০ দিন দেরির দাবি জানিয়েছেন। তাদের এই পদক্ষেপ সফল হবে না বলেই ধরা হচ্ছে কারণ অধিকাংশ সিনেটর আগামী ৬ জানুয়ারির ভোটে বাইডেনকে সমর্থন দেবেন। এদিন ইলেক্টোরাল কলেজের ভোটগুলো অফিসিয়াল ভাবে গণনা করা হবে এবং গণনার ফলাফল মেনে নেয়ার পক্ষে-বিপক্ষে সিনেটররা ভোট দেবেন। খবর বিবিসির।
টেঙাসের সিনেটর টেড ক্রুজের নেতৃত্বে এক বিবৃতিতে ১১ সিনেটরের পক্ষ থেকে বলা হয়েছে, নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতি, নির্বাচন আইন লঙ্ঘন ও ভোটদানের অন্যান্য অনিয়মের নজিরবিহীন অভিযোগ এসেছে। তারা আরও বলেন, ‘অডিট শেষে প্রতিটি অঙ্গরাজ্য কমিশনের ফলাফলগুলি মূল্যায়ন করবে এবং তাদের ভোটের পরিবর্তনের সত্যতা প্রমাণের জন্য একটি বিশেষ আইনসভার অধিবেশন ডাকবে।’ তবে তাদের সফলতার সম্ভাবনা কম স্বীকার করেন সিনেটররা বলেন, ‘আমরা বোকা নই। আমাদের ধারণা প্রায় সকল ডেমোক্র্যাট এবং কিছু রিপাবলিকান এর বিপক্ষে ভোট দেবেন।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ভোটের ফলাফল মেনে নেননি। তিনি বারবার অভিযোগ করেছেন নির্বাচনে জালিয়াতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরে সাকিব বললেন ছন্দে ফেরাটা সহজ হবে না
পরবর্তী নিবন্ধমার্কিন কংগ্রেস নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর