দেশের ২৫% মানুষ পেয়েছে অন্তত এক ডোজ টিকা

| মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

দেশে চার কোটির বেশি মানুষ করোনাভাইরাসের টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন। যা দেশের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ। আর টিকার দুই ডোজ পাওয়া নাগরিকের সংখ্যা দুই কোটির বেশি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত রোববার বিকাল পর্যন্ত সব মিলিয়ে ৪ কোটি ২ লাখ ৮৯ হাজার ৪৪৯ জনকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখের বেশি। সে হিসাবে দেশের মোট জনসংখ্যার ২৪ শতাংশের বেশি মানুষ টিকা পেয়েছে। খবর বিডিনিউজের।
টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৯১৪ জন। সব মিলিয়ে ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৬৩ ডোজ টিকা দেওয়া হয়েছে বাংলাদেশে।

পূর্ববর্তী নিবন্ধদেশে এক দিনে শনাক্ত ২৮৯ মৃত্যু ৫
পরবর্তী নিবন্ধসুদানে অভ্যুত্থান, জরুরি অবস্থা