প্রকাশিত সংবাদের প্রতিবাদ

| মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১০:৩৯ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর শেষ পৃষ্ঠায় গত ২৭ এপ্রিল প্রকাশিত ’স্ক্যাপ করে বিক্রি হচ্ছে এলপিজির সিলিন্ডার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন মেসার্স তুলাতুলি ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. ইসমাইল হোসেন কুসুম।

এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘এ সংবাদের সাথে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। আমার ব্যবসার ধরন/প্রকৃতি এলপিজি গ্যাস খুচরা ক্রয় বিক্রেতা। আমার নামে ট্রেড লাইসেন্স, গ্যাসপূর্ণ সিলিন্ডার অধিকারে রাখার লাইসেন্স আছে। আমি নিয়মিত বাংলাদেশ সরকারকে আয়কর প্রদান করে আইন মেনে দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছি।’

প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরো উল্লেখ করেন, ‘সীতাকুণ্ড থানার মামলা নং১৪ () ২০২২ মূলে গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

গ্যাস সিলিন্ডারসমূহ আমি বৈধভাবে ক্রয় করি। উক্ত গ্যাস সিলিন্ডারসমূহ বিজ্ঞ আদালত হতে বিগত ৩১/০৮/২০২২ তারিখ স্মারক নং৫১০/২২ মূলে জিম্মা গ্রহণ করি। বিগত ১৭/০১/২০২৩ তারিখ স্মারক নং২৪০() ০৪৭২ মূলে বিস্ফোরক অধিদপ্তর কর্তৃক পরিদর্শনকালে অবৈধভাবে সিলিন্ডার কাটার কোনো আলামত পাওয়া যায়নি মর্মে প্রতিবেদনে উল্লেখ করেন।’

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধপাহাড় রক্ষায় চট্টগ্রামবাসীকে সোচ্চার হতে হবে