দেশে এক দিনে শনাক্ত ২৮৯ মৃত্যু ৫

| মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

দেশে গত এক দিনে আরও ২৮৯ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে আরও ৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৯৮১ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮২৮ জন। আগের দিন রোববার দেশে ২৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ৯ জনের। সে হিসেবে মৃত্যু কমলেও শনাক্ত কিছুটা বেড়েছে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৪১৩ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩১ হাজার ৭৪০ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধবাদশাহ আব্দুল্লাহকে খুন করতে চেয়েছিলেন সৌদি যুবরাজ!
পরবর্তী নিবন্ধদেশের ২৫% মানুষ পেয়েছে অন্তত এক ডোজ টিকা