দেশের উন্নয়নে অবদান রাখছে অর্থনীতি সমিতি

চট্টগ্রাম চ্যাপ্টারের সভায় বক্তারা

| মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে চট্টগ্রাম চ্যাপ্টারের কার্যকরী কমিটির এক সভা চ্যাপ্টারের সহ-সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতিকে বেগবান করতে অর্থনীতি সমিতি অবদান রাখছে এবং সরকারের অর্থনৈতিক পরিকল্পনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে যাচ্ছে। আগামী ২৪-২৫ ডিসেম্বর ২০২১ আসন্ন ২১তম দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
এবার সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হলো- Impact of Covid-19 Pandemic and Human Development।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ধারণ করে বিভিন্ন চ্যাপ্টারের সক্রিয় অংশগ্রহণের জন্য সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়।
এতে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির সদস্য মনছুর এম. ওয়াই চৌধুরী, চ্যাপ্টারের সাধারণ সম্পাদক এ.টি.এম কামরুদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক জহিরুল হক স্বপন, কোষাধ্যক্ষ শাহ কামাল মোস্তফা, সহ-সম্পাদক বিদ্যুৎ কান্তি নাথ, সদস্য এসএম আবু জাকের, সাবেক কেন্দ্রীয় সদস্য খোরশেদ আলম কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাক্ষেত্রে নবজাগরণ সৃষ্টিতে জনসচেতনতার প্রসার ঘটাতে হবে
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটি শিক্ষকদের ফেলোশিপ অর্জন