দেশকে ভালোবাসি

কাব্য কবির | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৬:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশে জন্ম আমার
ধন্য আমি তাই,
রূপের সেরা অপরূপা
এমন দেশ আর নাই।

ধানের ক্ষেতে রোজই শুনি
চাষীর মধুর গান,
কৃষাণীদের মুখের হাসি
রঙিলা আসমান।

রাখাল ছেলে বাজায় বাঁশি
বটগাছেরই ছায়,
মিষ্টিমধুর বাঁশির সুরে
মনটা ভরে যায়।

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান
মিলেমিশে বাস,
দেশের বুকে করি আমরা
ভালোবাসার চাষ।

পূর্ববর্তী নিবন্ধবেলাল বাড়ি গেছে
পরবর্তী নিবন্ধখুশির আহ্লাদ