বেলাল বাড়ি গেছে

আবুল কালাম বেলাল | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৬:০৪ পূর্বাহ্ণ

মনে রাখো নাই বা রাখো আমায়
থাকবো আমি কাজের মাঝে বেঁচে
আড্ডা সভা সেমিনারে না দেখলে
বুঝে নিও বেলাল বাড়ি গেছে।

সূর্য আলোয় ভুবন রাঙায় যেমন
জোসনাতে চাঁদ রাতকে ফর্সা করে
আমি পাশে নাই বা থাকি কর্ম
বলবে কথা গোপনে অন্তরে।

আমার যত ভাবনা ভালোবাসা
মন-মননে থাকুক নেচে নেচে
বন্ধু শোনো- কেউ বা আমায় খুঁজলে
আস্তে বলো, বেলাল বাড়ি গেছে।

পূর্ববর্তী নিবন্ধশারদ প্রাতের অচিন হাওয়া
পরবর্তী নিবন্ধদেশকে ভালোবাসি