খুশির আহ্লাদ

শেলীনা আকতার খানম | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

শারদীয়া দিন এসেছে ফুটলো গাছে ফুল
কাশের বনের হাওয়া লেগে দোলে নদীর কূল।
পদ্ম গোলাপ জুঁই মালতি মিষ্টি রূপের শীষ
ঘাসের বুকে শিশির ফোটা আলাপ অহর্নিশ!

রকম সকম আদুরে সুর খুকির ছড়া গানে
নদীর জলে পানসি ভাসে ভোরের আহ্বানে।
তালের রসের গন্ধে মাতাল ব্যস্ত সকল পাড়া
ভাদর মাসে ঢাক গুড় গুড় শুরু কাজের তাড়া।

ধূলোয় মাখা অলস দুপুর পাতায় রোদের ভাঁজ
পিঠা পুলির ঘ্রাণে মুখর সকাল দুপুর সাঁঝ।
চারপাশে সুখ পরশ বিলায় হাওয়া কোমলমতি
বেতস পাতায় বোনে চিরল নকশা রূপবতী।

কাশ-শিউলির মিতালী গান, জোৎস্না ঢালে চাঁদ
শরৎ রাণীর আগমনে খুশির আহ্লাদ।

পূর্ববর্তী নিবন্ধদেশকে ভালোবাসি
পরবর্তী নিবন্ধমুরগি দিলো ডিম পাহারা