দুটি বাল্কহেড জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

সবুজ বেষ্টনীর ঠিক বাইরে খনন যন্ত্র দিয়ে বালু তুলে দুটি বাল্কহেডে রাখছিল একদল দুষ্কৃতকারী। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় খনন যন্ত্র নিয়ে চক্রের লোকজন পালিয়ে গেলেও বাল্কহেড দুটি জব্দ করে উপকূলে আনা হয়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের সাগর উপকূলের বনের বাইরে সন্দ্বীপ চ্যানেলে। গতকাল বুধবার জব্দ বাল্কহেড দুটির মালিকপক্ষ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কার্যালয়ে এলে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বলেন, সীতাকুণ্ডের উপকূলে বালু তোলার খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে দুটি বাল্কহেড জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রেখে আসা হয়। তবে তখন মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহদাত হোসেন জানান, জাহাজ ভাঙা কারখানা এলাকা ছাড়া বাকি সব স্থানে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। যেখানে অবৈধভাবে বালু তোলার খবর পাওয়া যাচ্ছে, সেখানে অভিযান চালানো হচ্ছে। কিন্তু মূল চক্রটিকে ধরা যাচ্ছে না। যাদের আটক করে আনা হয়েছে, তারা শ্রমিক।

পূর্ববর্তী নিবন্ধদশ দিনেও খুলেনি মগনামা হাই স্কুলের প্রধান শিক্ষকের তালা
পরবর্তী নিবন্ধবুস্টার ডোজ গ্রহণকারী শতভাগ মানুষের শরীরে এন্টিবডি