লোহাগাড়ায় হারানো ৫০ মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৫ মে, ২০২৪ at ৯:৫৬ অপরাহ্ণ

লোহাগাড়ায় হারিয়ে যাওয়া ৫০টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শনিবার (২৫ মে) রাত ৮টার দিকে এই মোবাইলগুলো যাচাই-বাচাই করে মালিকের হাতে তুলে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।

পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকরা থানায় সাধারণ ডায়েরি করেন। তারই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকা থেকে মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা থানা পুলিশের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, থানার মোবাইল উদ্ধার টিমের আন্তরিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এরআগেও হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত