দায়িত্ব পালনে শিক্ষকদের আরো আন্তরিক হওয়ার আহ্বান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এমপি মোছলেমের মতবিনিময়

| বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, শিক্ষার পাশাপাশি শিশুরা যাতে শারীরিক, মানসিক ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হয়ে গড়ে ওঠে সে ব্যাপারে শিক্ষকদের সচেতন থাকতে হবে। মানসম্মত শিক্ষা অর্জন নিশ্চিত করতে হবে। শিক্ষকদের নিজ দায়িত্বের প্রতি আরো আন্তরিক হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, যথাসময়ে বিদ্যালয়ে হাজির হলে কেবল দায়িত্ব শেষ নয়। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
গতকাল চট্টগ্রাম সার্কিস হাউসে প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে চট্টগ্রাম-৮ আসনের আওতাধীন পাঁচলাইশ ও চান্দগাঁও থানার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথি বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সরকার একটি শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করার মানসে শিক্ষা সম্পর্কিত খাতগুলোর অবকাঠামো উন্নয়নে আন্তরিক। শিক্ষা সবার অধিকার-এই বিশ্বাসে সরকার শিক্ষা প্রসারের উদ্দেশ্যে বাস্তবসম্মত কর্মসূচি অব্যাহত রেখেছে। সরকার শিশু-কিশোরদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে সফলতা এনেছে। আমাদের আজকের প্রজন্ম পূর্বের যে কোনো সময়ের চেয়ে জ্ঞান লাভে আন্তরিক ও অভিভাবকরা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে উপার্জনের বিরাট অংশ ব্যায় করছে।
পাঁচলাইশ থানা শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চান্দগাঁও থানা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ইসরাত জাহান, সহকারী শিক্ষা অফিসার খন্দকার সাখিনা বেগম, কাউন্সিলর শফিকুল ইসলাম, নুর মোহাম্মদ নুরু, নাজিম উদ্দীন চৌধুরী, জসিম উদ্দিন, আবু সাদাত মোহাম্মদ সায়েম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনজরুল সাংবাদিকরা সমাজের দর্পণ
পরবর্তী নিবন্ধঅভিনয় ছেড়ে ইসলামের পথে