দাদুকে নিয়ে গাইলেন ছোট্ট লুবাবা

| বুধবার , ২২ জুন, ২০২২ at ১১:৪৭ পূর্বাহ্ণ

‘তুমি আমার বন্ধু ছিলে, তুমিই খেলার সাথী/ তুমি ছাড়া কাটছে এখন আমার দিবস রাত্রি/ হঠাৎ করে হলে তুমি দূর আকাশের তারা/ কেমন করি থাকি বলো একলা তোমায় ছাড়া/ পাই না তোমার স্নেহের পরশ, আদর মাখা চুমা/ আমায় দাদু একলা রেখে কেমন করে ঘুমাও’-কান্নাভরা কণ্ঠে প্রয়াত অভিনেতা আবদুল কাদেরকে স্মরণ করলেন তার নাতনি শিশুশিল্পী সিমরিন লুবাবা। গানের কথাগুলোতে উঠে এসেছে দাদুর সঙ্গে নাতনি আদরমাখা দিনগুলোর কথা। সমপ্রতি সিমরিন লুবাবা গানটির ভিডিও আকারে প্রকাশ করেছে তার ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন আলামিন জোমাদ্দার সবুজ আর সুর-সংগীত করেছেন মুশফিক লিটু আর ভিডিও নির্মাণ করেছেন আলামিন মজুমদার।

গানটি প্রসঙ্গে লুবাবার মা জাহিদা ইসলাম বলেন, ‘ক’দিন আগে গানটি প্রকাশ করা হয়েছে। গানের প্রতিটি কথায় উঠে এসেছে লুবাবা আর তার দাদুর মধুর সম্পর্কের কথা। গানটি গাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে লুবাবা। তারপরও নিজেকে সামলে খুব সুন্দরভাবেই গানটি গেয়েছে ও। ওর কণ্ঠে গানটি শুনে আমরাও কেঁদেছি।

তিনি আরও বলেন, ওর দাদুর সঙ্গে ওর সম্পর্কটা ছিল অন্যরকম। যতক্ষণ বাসায় থাকতেন আব্বা, সারাক্ষণ ওর সঙ্গেই খেলায় মেতে থাকতেন। ওকে নিয়ে বিভিন্ন স্থানে ও অনুষ্ঠানে ঘুরতে যেতেন। লুবাবা সেসব দিনগুলো খুব মিস করে। তাই সে গানটি গাওয়ার ইচ্ছে প্রকাশ করে। এদিকে, শিশুশিল্পী লুবাবার হাতে আছে অনন্ত জলিল ও বর্ষার নতুন সিনেমা ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমার কাজ। ঈদের পর থেকেই এর শুটিংয়ে অংশ নেবে লুবাবা। এ ছাড়াও ঈদে বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হিসেবে পাওয়া যাবে এই শিশুশিল্পীকে।

পূর্ববর্তী নিবন্ধকয়েক বছর খারাপ যাবে সালমানের, ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর
পরবর্তী নিবন্ধমা হলেন গায়িকা পুতুল