তোকেই খুঁজি, বুনু

অজিতা মিত্র | বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

তারার বনে নতুন নতুন

বন্ধু হলো বুঝি?

আমি তো সেই আগের মতো

ঘরেই তোকে খুঁজি!

এই যে সবুজ, লাল, গোলাপি

জামার ভাঁজে ভাঁজে,

ছোট্ট বুনু, তোকেই খুঁজি,

কোত্থাও পাই না যে!

নতুন জুতো, লাল চিরুনি,

কাজল, রেশমি চুড়ি,

এসব কি আর তোর জন্য

কিনছে চাঁদের বুড়ি?

হয়নি বলা জমিয়ে রাখা

গল্প শতশত,

দুই বোনে কি আর কখনও

খেলব আগের মতো?

পূর্ববর্তী নিবন্ধবত্রিশ নম্বর বাড়ি
পরবর্তী নিবন্ধকোরআনের বাণী