হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৬:৪৭ পূর্বাহ্ণ

হাসপাতালে এক দিন থাকার পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় তিনি বাসায় ফিরেছেন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, বাসাতেই তার চিকিৎসা চলবে। খবর বিডিনিউজের। বুধবার সন্ধ্যা ৭টায় হাসপাতালে নেওয়ার পর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

ডা. জাহিদ বলেন, ‘মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে গুলশানের বাসায় তার চিকিৎসা চলবে। এদিন সন্ধ্যা ৭টায় বোর্ড বৈঠক করে খালেদা জিয়াকে বাসায় নিয়ে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয় জানিয়ে তিনি বলেন, এর আগে দিনে তিন দফা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড বৈঠক করে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ও বিভিন্ন পরীক্ষানিরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করে। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধইউসেপ বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন আজ