তরুণদের পাঠ্যবইয়ের বাইরের বইও পড়তে হবে

উত্তর কাট্টলী বইমেলার সমাপনী

| শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুকে নিবেদন করে উত্তর কাট্টলীতে দ্বিতীয়বারের মত ‘কাট্টলী বইমেলা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ বইমেলা অনুষ্ঠিত হয়। এতে উদ্‌যাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলউদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৪ আসনের সাংসদ দিদারুল আলম। প্রধান আলোচক ছিলেন শিশুসাহিত্যিক রাশেদ রউফ। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর জহুরুল আলম জসিম। তাসনোভা নাহার নোভা ও ইফরান উদ্দিনের সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইমতিয়াজ উদ্দিন পাশা, বইমেলার সমন্বয়ক টুনটু দাশ বিজয়, সদস্য সচিব কৃষ্ণ কুমার দত্ত, ডা. উৎপল বরণ মিত্র।
বক্তারা বলেন, কাট্টলীতে দ্বিতীয়বারের মত বইমেলা হচ্ছে, এটি যেমন আনন্দের তেমনি গৌরবের। এখানে বইমেলা হওয়ায় এ অঞ্চল থেকে অন্য অঞ্চলের মানুষও প্রেরণা পাবে। ভবিষৎতে তরুণ প্রজন্ম মাদক ছেড়ে বইমুখী হবে। বই মানুষকে সমৃদ্ধ হতে ভূমিকা পালন করে, পরিশুদ্ধ করে। তাই আমাদের সন্তানকে পাঠ্যবইয়ের বাইরেও নতুন নতুন বই পড়তে হবে। মৃত্যুর পর মানুষের দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। তেমনি জ্ঞানী মানুষের মৃত্যু হয় না। তারা চির অমর এবং চিরঞ্জীব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি কর্মচারীদের দাবি আদায়ে ঐক্য পরিষদের বিভাগীয় সমাবেশ
পরবর্তী নিবন্ধসিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করতে হবে