সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করতে হবে

নাগরিক ফোরামের সমাবেশে ব্যারিস্টার মনোয়ার

| শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন- সিআরবিতে প্রস্তাবিত বেসরকারি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করতে হবে। হাজারো স্মৃতি জড়ানো সিআরবি ধ্বংস করা থেকে আমাদের বিরত থাকতে হবে। যে বাজেট সিআরবিতে হাসপাতাল করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে তা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে আরও আধুনিক ও সেবার মান উন্নত করার দাবি জানাচ্ছি। গতকাল চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত সিআরবি চত্বরে সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফোরামের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার খালেদের সভাপতিত্বে ও মহাসচিব মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- ডা. মাহফুজুর রহমান, এম শাহাদাত নবী খোকা, ড. ইদ্রিস আলী, লায়লা বানু, গোলাপুর রহমান, লিঠু দাশ গুপ্ত, এস এম শাহেদ হোসাইন, আব্দুল মজুমদার, যুগ্ম মহাসচিব আকরাম হোসেন, অ্যাড. ইকরাম হোসেন বাবুল, অ্যাড. মাসুদ, কুসুম আক্তার, নুরুল ইসলাম সবুজ, অধ্যাপক ফরিদ আহমেদ, ওসমান গণি, গাজী মাসুদ করিম, হাসিনা আক্তার, কানিজ ফাতেমা, জাহাঙ্গীর আলম দস্তগীর, মো. ফোরকান, লাভলী ডিও, ফারহানা শারমিন, টি আর খান, আসিস চৌধুরী, প্রকৌশলী নুরুল আলম উজ্জ্বল, বাবু, মির্জা ইমতিয়াজ শহিদ (শাওন) প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতরুণদের পাঠ্যবইয়ের বাইরের বইও পড়তে হবে
পরবর্তী নিবন্ধএবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের কাঁচা সবজি বিতরণ