তবে আমার পছন্দ শিমুলকে

| সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৮:৩৯ পূর্বাহ্ণ

পারসা ইভানাকে বিপুল দর্শকের কাছে পৌঁছে দেওয়ার কারিগর কাজল আরেফিন অমি। তার নির্মিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’ এবং আরও কিছু সিঙ্গেল নাটকে কাজ করেই জনপ্রিয়তা পেয়েছেন ইভানা। সদ্যই সমাপ্ত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’র চতুর্থ সিজনের প্রচার। এতে ইভা চরিত্রে মুগ্ধতা ছড়িয়েছেন ইভানা। শুধু দর্শক নয়, ধারাবাহিকটির শিল্পীকুশলীরাও এই জার্নিকে ভালোবেসে ফেলেছেন। তাই সমাপ্তিতে মন খারাপি যেমন আছে, তেমনি আছে দর্শকের অসামান্য সাড়ায় তৃপ্তিও।

এর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’র আরও তিনটি সিজন প্রচার হয়েছিল। তবে চতুর্থ সিজনেই যুক্ত হয়েছেন পারসা ইভানা। ১১৬ পর্বের জার্নির অভিজ্ঞতা ও অনুভূতির কথা তিনি। তার ভাষ্য এমন, আমি আসলে শুরু থেকেই একটা কথা বলে এসেছি যে ব্যাচেলর পয়েন্টে অভিনয় করতে পারবো, এটা কখনও চিন্তাও করিনি। কারণ, এর প্রত্যেকটা সিজন কম বেশি আমার দেখা হয়েছে। আমার পরিবার, বন্ধু, সহকর্মী, আশপাশের সবাই ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখে। তখন মনে হতো, ইশ আমি যদি একটা ক্যারেক্টার করতে পারতাম। সেই ইচ্ছেটাই যেন পূরণ হয়ে গেলো। এ বছর হঠাৎ করেই আমার কাছে ‘ইভা’ চরিত্রে কাজের অফার আসে। তখন তো আমি একেবারে সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম।

পূর্ববর্তী নিবন্ধ‘রাষ্ট্র মেরামতে’ ২৭ দফা রূপরেখা জাতির মুক্তির সনদ
পরবর্তী নিবন্ধসেরা রাঁধুনীর খোঁজে শ্রাবণ্য তৌহিদা