ডান বাম

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

-আমি ডান।
-আমি বাম।
-আমি ডান চোখ।
-আমি বাম চোখ।
-আমি ডান কান।
-আমি বাম কান।
এই বলে বলে ডান বাম চোখ কান ওরা বেশ হইচই ফেলে দিলো।
-তো, হয়েছেটা কী! তুমি ডান হলেও কী, বাম হলেও কী! তুমি ডান চোখ হলেও কী, বাম চোখ হলেও কী! অথবা তুমি ডান কান হলেও কী, তুমি বাম কান হলেও কী!
-আমি ডান, ডানে থাকি।
-আমি বাম, বামে থাকি।
-আমি ডান চোখে দেখি।
-আমি বাম চোখে দেখি।
-আমি ডান কানে শুনি।
-আমি বাম কানে শুনি।
এবার আরো অনেকটা বেশ গর্ব-অহংকার করেই ডান বাম চোখ কান তাদের নিজেদেরকে যেনো জাহির করার চেষ্ঠা করছে।
তো, হয়েছেটা কী! হয়েছেটা কী! -এবার বেশ কিছুটা জোর গলায় চেঁচিয়ে বলে উঠলো নাক। তোমাদের থাকাথাকি, তোমাদের দেখাদেখি, তোমাদের শোনাশুনি- এ আবার তেমন কি নতুন করে বলার বিষয় হলো? তোমাদের সকলের মাঝখানে মুখে আমার অবস্থান। হ্যাঁ আমি নাক, তোমাদের মাঝখানেই থাকি। তোমাদের অবস্থান সম্পর্কে আমার বেশ ধারণা রয়েছে। তোমাদের সম্পর্কে আমি বেশ ভালো জানি। আমারও কিন্তু ডান বাম আছে। আমি নাকেরও ডানে ফুটো আছে, বামেও ফুটো আছে। আমি ডান নাকে নিশ্বাস নিই, নিশ্বাস ফেলি। আমি বাম নাকে নিশ্বাস নিই, নিশ্বাস ফেলি। কই আমি তো তোমাদের মতো আমি ডান, আমি বাম -এসব কথা বলে বলে চিৎকার করি না।
– হ্যাঁ জানি তো! আমাদের সকলের মতো তোমারও নাকের ডানে-বামে দুটো ফুটো আছে। নাকের উদ্দেশে সমস্বরে বললো ডান ও বাম।
-আমরা ডান-বাম চোখে দেখি বলে চলা ফেরা করতে পারি ভালোভাবে, নিরাপদভাবে।
-আমরা ডান-বাম কানে শুনি বলে সকলের বলা সবকিছু বুঝতে সুবিধা হয় সবসময়।

হাত দু’টো উঁচিয়ে নাক তাদের থামিয়ে দিয়ে বললো,-জানি, জানি! তাও জানি! আর চেঁচামেচি কররো না তো! ডান চোখ, বাম চোখ, ডান কান, বাম কান, শোনো তোমরা! কোনো রূপ গর্ব করার চেয়ে আসল কাজ হলো প্রত্যেকে স্ব স্ব দায়িত্ব ঠিকভাবে পালন করা। বুঝলে না তো! বুঝিয়ে বলছি শোনো। ডান চোখ বাম চোখ, তোমরা দেখার কাজটা যথাসময়ে সুস্থভাবে পালন করতে পারলেই তবে তোমাদের দায়িত্বের স্বার্থকতা ফুটে উঠবে। আর, ডান কান বাম কান, তোমরাও ঠিক তেমনি যথাসময়ে তোমাদের শোনার কাজটা করতে পারলেই তোমাদেরও যথাযথ দায়িত্ব পালন সম্পন্ন হবে। এই দেখো না, আমি যেমন, আমার ডান নাকে বাম নাকে ঠিক মতো শ্বাস-প্রশ্বাস নিচ্ছি ফেলছি।
ডান চোখ বাম চোখ, ডান কান বাম কান সমস্বরে বলে উঠলো, -হ্যাঁ, এবার বুঝতে পেরেছি।
-নাক বললো, একটু খেয়াল করে দেখো। আমি ঠিক মতো ডান-বাম নাকের মাধ্যমে শ্বাস- প্রশ্বাস নিচ্ছি আর ফেলছি বলেই একটা জীবন কিন্তু বেঁচে থাকার নিশ্চয়তা পেয়ে থাকে, বুঝলে? আমি কিন্তু তোমাদের মতো ডান বাম নিয়ে নিজেদের মধ্যে চেঁচেমেচি-অহংকার করছি না! মনে রাখতে হবে, আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য। কাউকে ছাড়া কেউ সম্পূর্ণ নই আমরা। সবাই একসাথে মিলে সততা নিয়ে নিজ নিজ কাজ সম্পাদন করলেই কেবল আমাদের সকলের পরিপূর্ণতা তখনই ফুটে উঠবে। তখনই আমাদের নামের স্বার্থকতা এবং গর্ব করার মতো কার্য সম্পাদন হবে।
ঠিক তেমনি আমি আমার ডান বাম নাক, তোমরা তোমাদের ডান বাম চোখ কান আমাদের সকলের মিলিত ভালোবাসা-প্রচেষ্ঠায় আমরা সব সময়ই একসাথে থাকবো মিলে মিশে। তাতেই বেশি বরং আমাদের সকলের মঙ্গল, সর্বোপরি তা ভালো সবার জন্য।
সাথে সাথে চোখ ও কান পরস্পরে হাতের উপর হাত রেখে বলে উঠলো,
আমরা ডান বাম আর চিন্তা না করে নিজ নিজ কাজ সম্পাদনে একসাথে থেকে সবাই যে যার কাজ করে যাবো সবসময়, আজ থেকে এই হোক আমাদের অঙ্গীকার!

পূর্ববর্তী নিবন্ধছোট্ট একটা মা
পরবর্তী নিবন্ধকি ছু জা না কি ছু অ জা না