কি ছু জা না কি ছু অ জা না

প্রবীর বড়ুয়া | বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

  • বর্ণমালার ইংরেজি Alphabet শব্দটি এসেছে গ্রীক বর্ণমালার প্রথম দু’টি বর্ণ Alpha এবং Beta থেকে।
  • বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ মাতৃভাষা ছাড়াও আরো একটি ভাষা অর্থাৎ মোট দু’টি ভাষা ব্যবহার করে।
  • মাতৃভাষা হিসেবে সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে চীনের ম্যান্ডারিন যার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩০ কোটি। আর মাতৃভাষা ও দ্বিতীয় ভাষা হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইংরেজি যার ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও বেশি।
  • ইংরেজিকে ৩৫ থেকে ৪০ কোটি মানুষ মাতৃভাষা হিসেবে ব্যবহার করলেও দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে ১শ কোটিরও বেশি মানুষ।
  • ৩,৫০০ খ্রিস্ট পূর্বাব্দের সুমেরীয় হলো পৃথিবীর প্রাচীনতম লিখিত ভাষা। দ্বিতীয় প্রাচীনতম ভাষাটি হলো ৩,৩০০ খ্রিস্ট পূর্বাব্দের মিশরীয়।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ৩শটির মতো ভাষা ব্যবহৃত হয় এবং এগুলোর মধ্যে ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হলেও দেশটিতে সরকারি কোনো ভাষা নেই।
  • সবচেয়ে বেশি সরকারি ভাষা আছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াতে আর সংখ্যাটি হলো ৩৭। ২২টি সরকারি ভাষা নিয়ে তার পরের অবস্থানে আছে ভারত এবং ১৮টি সরকারি ভাষার দেশ তাইওয়ানের অবস্থান তৃতীয়।
  • বিশ্বে প্রায় ৭ হাজারের মতো ভাষা থাকলেও বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ ব্যবহার করে মাত্র ২৩টি ভাষা।
  • সবচেয়ে বেশি ভাষা আছে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউ গিনিতে। দেশটিতে আছে ৮৪১টি ভাষা যেগুলোর মধ্য থেকে ৪০টি বিলুপ্তির পথে বলে ধারণা করা হয় কারণ এ ভাষাগুলো ব্যবহার করে খুবই কম মানুষ।
  • সবচেয়ে বেশি ৭৪টি অক্ষর আছে কম্বোডিয়ার খেমার বর্ণমালায় আর সবচেয়ে কম ১১টি অক্ষর আছে পাপুয়ান ভাষা রোটোকাস বর্ণমালায়।
পূর্ববর্তী নিবন্ধডান বাম
পরবর্তী নিবন্ধকুরআন অন্ধত্ব দূর করে জ্ঞানের প্রদীপ জ্বালায়