মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়

আজাদী প্রতিবেদন

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৬:৪০ পূর্বাহ্ণ

মিছিল, সভাসমাবেশ, শ্রমিক সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে মহান মে দিবস। শ্রমিকের ন্যায্য মজুরির দাবিতে সেদিন পুরো নগরী ছিল লাল পতাকার দখলে। মাথায় লালপট্টি, হাতে লাল পতাকা আর বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে শ্রমিকমেহনতি জনতা মিছিল স্লোগানে প্রকম্পিত করে তুলে রাজপথ। এসব আয়োজন থেকে শ্রমিকের স্বার্থবিরোধী কালাকানুন বাতিল, অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয়া, ন্যায্য মজুরির দাবির পাশাপাশি ভাতকাপড়ের সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) : াংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটি সকালে নগরীর রেলস্টেশন চত্বরে সমাবেশ করে। সমাবেশ শেষে লাল পতাকা মিছিল নিয়ে শ্রমিকরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সংগঠনের কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে এ দেশে প্রথম আইএলও কনভেনশন সই এবং রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালন শুরু হয়। কিন্তু স্বাধীনতার পর থেকেই এদেশের শ্রমিকরা সবচেয়ে বেশি অবহেলিত, এখন শ্রমিকদের ওপর দমনপীড়নজুলুম শুরু হয়েছে। শিল্প মালিকদের পাহারা দিতে শিল্পপুলিশ গঠন করা হয়েছে। শিল্পের পাহারার নামে তারা মালিকের জুলুমের পাহারা দেয়। শ্রমিকদের সভাসমাবেশের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। সরকারকে বলব, জুলুম বন্ধ করুন। শ্রমিকের অধিকার দিতে হবে। অন্যথায় বাঁচার তাগিদে শ্রমিকরা মে দিবসের মতো আবারও ইতিহাস সৃষ্টি করবে।

সমাবেশে আরও বক্তব্য দেনসংগঠনের সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা, সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ্‌ জাহিদ, চট্টগ্রাম বন্দরের সাবেক শ্রমিক নেতা নুরুচ্ছাফা ভুঁইয়া, সিইউএফএল’র প্রাক্তন নেতা আব্দুস সালাম বাবু, নাভানা ব্যাটারিজ শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সভাপতি আবু তাহের, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) মহানগর সভাপতি মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, গার্মেন্ট টিইউসির নেতা পূর্ণ চন্দ্র দাশ, আদিবাসী শ্রমজীবী কল্যাণ সমিতির মহানগর সভাপতি নিখিল চাকমা প্রমুখ।

এদিকে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আরেক অংশ সকালে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের সামনে সমাবেশ করে। সংগঠনের জেলা সভাপতি তপন দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হানিফ, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মো. মিজান প্রমুখ।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাসহ বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রেখে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে হাজার হাজার শ্রমিকের লাল পতাকা মিছিল সহকারে মহান মে দিবস পালন করা হয়। চট্টগ্রাম আঞ্চলিক ফেডারেশনের সাথে সংযুক্ত বিভিন্ন বেসিক সংগঠন শ্রমিক স্বার্থে বিভিন্ন স্লোগান সহ মিছিল সহকারে সকাল ১০টার মধ্যে ষ্টেশন রোডস্থ বিআরটিসি বাস টার্মিনাল চত্বরে জমায়েত হতে শুরু করে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির মে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল মাওলা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী। তিনি তার বক্তৃতায় গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন কার্যক্রমে যে কোন ধরনের হস্তক্ষেপ করা হলে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচলে অচলাবস্থা নেমে আসবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহমদ প্রমুখ।

চট্টগ্রাম বিভাগীয় শ্রম দফতর :

মে দিবস উপলক্ষে নগরীর জিইসি মোড়ে কে স্কয়ার কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় শ্রম দফতর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন ও সমাজকল্যাণ কেন্দ্র এবং শ্রম অধিদফতরের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন, শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে, মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে। বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বিজিএমইএর ভাইস চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বিকেএমইএর পরিচালক ফাইজুল ইমরান খাঁন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ্‌ এবং শ্রমিক নেতা তপন দত্ত ও শফি বাঙালি বক্তব্য দেন। আলোচনা সভার আগে বের হওয়া র‌্যালি নগরীর ওয়াসা মোড় থেকে জিইসি মোড়ে গিয়ে শেষ হয়।

গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশন :

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে গণর‌্যালি ও শ্রমিক সমাবেশ করেছে চতুর্থ আন্তর্জাতিক বাংলাদেশ সেকশন ও গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এতে পোশাক শ্রমিকদের ১০টি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে গণতান্ত্রিক মজুর পার্টির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা চৌধুরী, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মোরশেদ আলম বক্তব্য দেন।

মে দিবস উদযাপন পরিষদ :

নানা আয়োজনে মে দিবস উদযাপন করেছে চট্টগ্রামের প্রগতিশীল বিভিন্ন সাংস্কৃতিক গণসংগঠনের সম্মিলিত মোর্চা ‘মে দিবস উদযাপন পরিষদ’ । ১ মে বিকেলে নগরীর চেরাগি চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিষদের পক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ।

চট্টগ্রামের ছয় সাংস্কৃতিক সংগঠন :

শ্রমিকদের আট ঘণ্টা কাজ ও ন্যূনতম মজুরি নিশ্চিত ও উৎসব বোনাস যথাসময়ে পরিশোধের পাশাপাশি সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে চট্টগ্রামের ছয় সাংস্কৃতিক সংগঠন। ১ মে মহান মে দিবস উপলক্ষে আলোড়ন ড্যান্স একাডেমি, উদীচীচট্টগ্রাম জেলা সংসদ, চট্টগ্রাম থিয়েটার, বোধন আবৃত্তি পরিষদ, বিশ্বতান ও সৃজামী সংস্কৃতিক অঙ্গন এই ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘মহান মে দিবস উদযাপন পরিষদ, চট্টগ্রাম’র আলোচনা সভায় বক্তারা এই দাবি করেন।

উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের সহ সভাপতি সুনীল ধর ও সৃজামী সংস্কৃতিক অঙ্গনের বিচিত্রা চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য ও উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি সাংবাদিক জসীম চৌধুরী সবুজ ও সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশ, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের, চট্টগ্রামের সাধারণ সম্পাদক শিল্পী শ্রেয়সী রায় প্রমুখ।

রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতি :

মহান মে দিবস পালন উপলক্ষে রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির উদ্যোগে বাজারের ব্যবসায়ী শ্রমিক কর্মচারিদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠান ১ মে বুধবার দুপুরে চৈতন্য রোডস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব রশিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলীর সঞ্চালনায় চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চসিকের আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আবদুস সালাম মাসুম।

পটিয়ায় মে দিবস :

পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে, ইউচুপ নবী টিপু ও মোজাম্মেল হক মাজুর যৌথ সঞ্চালনায় পটিয়াস্থ আওয়ামী সুপার মার্কেট চত্বরে ১মে বিকাল ৪ টায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

চবি কর্মচারী ইউনিয়ন

শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ শ্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মে দিবস উপলক্ষ্যে ১ মে বিকাল ৫ টায় চবি কর্মচারী ইউনিয়ন আয়োজিত র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপ উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী। চবি কর্মচারী ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী হোসাইন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন।

জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর :

চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে কোতোয়ালী থানা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের পরিচালনায় ১ মে বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মে দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত শ্রমিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য শেখ নওশেদ সরোয়ার পিল্টু। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া থানা আওয়ামী লীগের সদস্য মোখলেস উদ্দিন জাকের, পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মইনুল হোসেন মইনুল।

পূর্ববর্তী নিবন্ধরাউজান ও রাঙ্গুনিয়ায় দুই চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
পরবর্তী নিবন্ধতিউনিসিয়া উপকূলে মৃত ৮ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে