টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হচ্ছে আজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০১ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ হয়েছে গতকাল। প্রথম রাউন্ড থেকে চারটি দল যোগ দিেেছ সুপার টুয়েলভ পর্বে। ফলে বিশ্বকাপের মূল পর্বের ১২টি দল নির্ধারিত হয়ে গেল। আর সে মূল পর্ব শুরু হচ্ছে আজ থেকে। প্রথম দিনেই মাঠে নামছে চার পরাশক্তি। দল গুলো হচ্ছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। আজ দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বিকেল চারটায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত আট টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। মূল পর্বে বাংলাদেশ মাঠে নামবে আগাীকাল। বিকেল চারটায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলংকা। তবে আগামীকাল অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সবচাইতে আলোচিত ম্যাচটি। আর সেটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ। ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি এবং দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ক্রিকেট বিশ্বে উত্তাপ ছড়াচ্ছে অনেক আগে থেকেই। কাজেই পুরো ক্রিকেট বিশ্ব যেন তাকিয়ে আছে সে ম্যাচটির দিকে। যেটি আগামীকাল অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আগে থেকেই র‌্যাংকিংয়ের সেরা আট দল বিশ্বকাপের মুল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। বাছাই পর্ব থেকে সেখানে যোগ দিয়েছে বা্‌ংলাদেশ, শ্রীলংকা, স্কটল্যান্ড এবং নামিবিয়া।
বিশ্বকাপের সেরা উত্তাপ শুরু হচ্ছে বলতে গেলে আজ থেকে। যেখানে একটি ট্রফির জন্য লড়বে ১২টি দল।

পূর্ববর্তী নিবন্ধফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ভীড় করছে কিশোররা