ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ভীড় করছে কিশোররা

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০২ পূর্বাহ্ণ

ক্রিকেট যেন এখন ছেলেদের কাছে স্বপ্নের এক খেলায় পরিণত হয়েছে। সবার লক্ষ্য যেন এখণ ক্রিকেটার হওয়া। তাইতো ক্রিকেটের জন্য ডাক দিলেই হুমড়ি খেয়ে পড়ছে ছেলেরা। গতকাল থেকে শুরু হয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ক্রিকেটারদের রিপোর্টিং। দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ কর্মসুচির জন্য এই তিন বয়সী ক্রিকেটারদের বাছাই করা হবে। শুরুতে কেবল নাম জমা নেওয়া হচ্ছে। গতকাল সকাল থেকে দলে দলে আসতে থাকে বিভিন্ন বয়সী ক্রিকেটাররা। এম এ আজিজ স্টেডিয়ামের সামনের অংশে বিপুল সংখ্যক কিশোর, তরুণ হাজির। সবার চোখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন। চট্টগ্রাম শহরতো বটেই শহরের বাইরে এমনকি বিভিন্ন উপজেলা থেকেও এসেছে এসব তরুণরা। যদি জেলা দল কিংবা লিগে কোন দলের হয়ে খেলার সুযোগ মিলে। সকাল থেকে সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলি আব্বাস, ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর, যুগ্ম সম্পাদক জি এম হাসান, হাসান মুরাদ বিপ্লব এবং শওকত হোসেন ক্রিকেটারদের নাম রেজিস্ট্রেশন করছিলেন। ক্রিকেট সম্পাদক জানান, প্রচুর সাড়া মিলেছে এই বাছাই কার্যক্রমে। অনেক দূর দুরান্ত থেকে ছেলেরা এসেছে। তাদের অভিভাবকরা এসেছে। ছেলেদের এই আগ্রহ সত্যিই আশার কথা শোনাচ্ছে।
চট্টগ্রামের ক্রিকেটের একটা সময় সোনালী অতীত ছিল তেমন শুনতে শুনতে যেন এখনকার শিশুরা বড় হচ্ছে। নানাভাবে চেষ্টা করেও সেই হারানো দিন আর ফেরানো যাচ্ছেনা। তারপরও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা চেষ্টা করে যাচ্ছে। নানা সময়ে প্রশিক্ষণ ক্যাম্প করার সুফলও মিলছে মাঝে মধ্যে। বয়স ভিত্তিক নানা দলে চট্টগ্রামের ক্রিকেটাররা জায়গা করে নিচ্ছে। সামনে কিভাবে আরো বেশি ক্রিকেটার তৈরি করা যায় সে চেষ্টা করে যাচ্ছে জেলা ক্রীড়া সংস্থা। আর সে জন্যই এই আয়োজন। আজ এবং আগামীকালও চলবে এই রেজিস্ট্রেশন কর্মকান্ড। প্রথম দিনেই প্রায় তিন শতাধিক ছেলে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করেছে। বাকি দুই দিনে আর কতজন সংগ্রহ করে সেটাই এখন দেখার বিষয়।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধসুপার টুয়েলভ পর্বের জন্যও প্রস্তুত বাংলাদেশ