ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০১ পূর্বাহ্ণ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। তারপরও ফিফা প্রকাশিত র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ দল। ১৮৯ থেকে বাংলাদেশ উঠে এসেছে ১৮৭তম স্থানে। কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে এবং ভারতের বিপক্ষে ড্র করে ২০০৫ সালের পর প্রথম ফাইনাল খেলার আশা জাগালেও শেষ পর্যন্ত পারেনি তারা। মালদ্বীপের বিপক্ষে হেরে ও নেপালের সঙ্গে ড্র করে ছিটকে যায় রাউন্ড রবিন লিগ থেকে। তবে র‌্যাংকিংয়ে কিছুটা এগিয়েছে বাংলাদেশ।
এদিকে আন্তর্জাতিক ফুটবলের র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই আছে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে শীর্ষে থাকা বেলজিয়ামের সঙ্গে ব্যবধান কমেছে ব্রাজিলের। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়ে তিনে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, চারে ইতালি। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে ইংল্যান্ড। বেলজিয়ামের সঙ্গে দুইয়ে থাকা ব্রাজিলের ব্যবধান এখন মাত্র ১২ পয়েন্টের। এক ধাপ এগিয়ে সাতে উঠেছে স্পেন, আটে নেমে গেছে পর্তুগাল। ছয় নম্বরে আছে আর্জেন্টিনা।

পূর্ববর্তী নিবন্ধআইওএস-অ্যান্ড্রয়েডে নভেম্বরে আসছে ‘পাবজি : নিউ স্টেট’
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হচ্ছে আজ