আইওএস-অ্যান্ড্রয়েডে নভেম্বরে আসছে ‘পাবজি : নিউ স্টেট’

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০১ পূর্বাহ্ণ

একসঙ্গে আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে আসছে বহুল জনপ্রিয় মোবাইল গেইম প্লেয়ার্স আননৌন ব্যাটলগ্রাউন্ড বা পাবজি‘র নতুন কিস্তি। গেইমটির প্রকাশক ক্র্যাফটন বলছে, ‘পাবজি: নিউ স্টেট’-এর পটভূমি নির্ধারণ করা হয়েছে ২০৫১ সাল, নতুন কিস্তিতে মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল ফর্মুলায় আলাদা মাত্রা যোগ করতে থাকছে ‘উইপন কাস্টমাইজেশন’ এবং ‘ইন-গেইম ড্রোন’। ১১ নভেম্বর আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মে একযোগে অভিষেক হবে ‘পাবজি: নিউ স্টেট’-এর। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, দুইশ’টি দেশে ১৭টি ভাষায় উন্মুক্ত হতে যাচ্ছে গেইমটি। খবর বিডিনিউজের।
পাবজি সিরিজের জন্য ‘নিউ স্টেট’-কে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। পাবজির ডেস্কটপ সংস্করণের অভিষেক ২০১৭ সালে, মুক্তির পরপরই ব্যাটল রয়্যাল ফর্মুলাকে গেইমারদের মধ্যে জনপ্রিয় করে তোলে এই গেইমটি।

পূর্ববর্তী নিবন্ধবদলে যাচ্ছে ফেসবুকের নাম!
পরবর্তী নিবন্ধফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ