জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন

| বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৭:১৭ পূর্বাহ্ণ

প্রতিবছরই জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। বিশেষ করে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে। ঘন্টা দেড়েকের বৃষ্টিতে বেশিরভাগ সময়ই সড়ক কোমর সমান পানিতে ডুবে যায়। এতে করে কর্মজীবী মানুষসহ নগরবাসী চরম দুর্ভোগের শিকার হন। জলাবদ্ধতায় শুধু যাতায়াতের সংকট তৈরি হয় না। খেটে খাওয়া মানুষগুলোর জীবিকার সংকটও তৈরি হয়ে থাকে। নতুন নতুন মেগা প্রকল্প বাস্তবায়নের চেয়ে এখন জলাবদ্ধতার সমস্যা নিরসন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতি বছর জলাবদ্ধতা নিরসনের কথা বলা হলেও কার্যত তা কোন কাজে আসছে না। নগরীর রাস্তায় জলাবদ্ধতার পেছনে অনেক কারণ রয়েছে। তাদের মধ্যে অপরিকল্পিত ও অপর্যাপ্ত স্যুয়ারেজ ব্যবস্থা, শহরের খাল দখল ও বেআইনিভাবে জলাভূমি ভরাট অন্যতম। জলাবদ্ধতার আরও একটি কারণ হলো,পলিথিনের যথেচ্ছা ব্যবহার। যত্রতত্র পলিথিন ফেলার কারণে পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা থেকে নগরীর মানুষকে মুক্তি দেওয়ার একটি অন্যতম উপায় হলো পলিথিনের যথেচ্ছ ব্যবহার বন্ধ করা। পাশাপাশি সব খাল, পুকুর, ডোবা, জলাশয় দখলমুক্ত করাও জরুরি। শহরের খাল ও লেকগুলোকে নদীর সাথে ইন্টারলিংক সিস্টেমে যুক্ত করা গেলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশেই কমে আসবে।জলাবদ্ধতা নিরসন করা এখন সময়ের দাবি হয়ে ওঠেছে। তাই জলাবদ্ধতা নিরসনে সরকার ও সিটি কর্পোরেশনকে কার্যকর ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মো. আশরাফুল ইসলাম
শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধশহীদ আসাদ : সংগ্রামের মূর্ত প্রতীক
পরবর্তী নিবন্ধমানবতা ঈশিতা বড়ুয়া