মানবতা ঈশিতা বড়ুয়া

| বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৭:১৮ পূর্বাহ্ণ

মানুষের তরে, মানুষের অসময় ক্ষণে, যারা ছুটে যায় মানুষের কল্যাণে, স্বার্থের পিছুটান ছেড়ে তারেই বলি, মানবতা। যেখানে থাকবে না হিংসার দ্বন্দ্ব- ব্যক্তিস্বার্থের উর্ধ্বে উদ্বাহু বাড়িয়ে, সকলের তরে এগিয়ে যায়, সাম্যের মন্ত্রে উদ্বুদ্ধ। মানব প্রেমের তরে গেয়ে যায় গান, শান্তির পরশ ছুঁয়ে যায়, যদি নিজেকে অকাতরে বিলিয়ে দেওয়া যায়, মানুষের দুঃখ মুক্তির আজীবন অভিযানে। সেখানেই পাওয়া যায়, মনতৃপ্তি আর মনের বাঁধভাঙ্গা আনন্দের।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন
পরবর্তী নিবন্ধকরোনাকালে নিজের নিরাপত্তা ও সুরক্ষা