জরিমানার নামে সিটি কর্পোরেশনের সাপ্তাহিক টাকা আদায় প্রসঙ্গে

| মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

এমনিতেই করোনা মহামারীতে ব্যবসায়ীক ধস নেমেছে। এমতাবস্থায় ৩৮ নং ওয়ার্ডে প্রতি সপ্তাহে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক দলবল নিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রায় দোকানীদের কাছ থেকে ২০০০/- টাকা থেকে ৫০০০/- টাকা পর্যন্ত জরিমানা আদায় করে আসছে। জরিমানার টাকা দিতে দেরি হলে বিভিন্নভাবে হুমকি, ধমকি দিয়ে থাকে। গরিব, ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকেও ৫০০/১০০ টাকা জরিমানা করা হয় এবং কোন প্রকার রশিদ দেওয়া হয় না। বর্তমানে সল্টগোলা ক্রসিং থেকে ব্রিজ পর্যন্ত এলিভেটেড এঙপ্রেসওয়ে নির্মাণের জন্য প্রায় দোকানগুলি ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। দোকানীরা কি করবে কোথায় যাবে সেই চিন্তায় দিশেহারা-এই অবস্থায় মরার উপর খাঁড়ার ঘা, মানবতার দিক বিবেচনায় সাপ্তাহিক অভিযান বন্ধ রাখার অনুরোধ করছি।
মো. জসিম উদ্দিন ও মো. পারভেজ ৩৮ নং ওয়ার্ড বন্দর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধনেতাদের সুন্দর কথামালা এবং জনগণ
পরবর্তী নিবন্ধসৈয়দ খোরশেদুল আনোয়ার : একজন সোনার মানুষের চির বিদায়